আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বর্ষিয়ান রাজনিতি বিদ আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
গতকাল সোমবার সকাল ১০ টার দিকে সরকারি কলেজ মাঠে খেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের সভাপতি উপজেলা নার্বাহী অফিসার মো: লিটন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন লেখাপড়ার পাশা পাশি খেলা ধুলা তোমাদের শরীর ও মনকে সুস্থ রাখবে। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্টান, ডিবেড, বিতর্ক প্রতিযোগীতা করতে হবে, এতে শিক্ষার্থী জ্ঞান বৃদ্ধি করবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, ভাইস চেয়ারম্যান অ্যাড: সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা।
প্রভাষক মাকসুদুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরমোহাম্মদ জকু, কাউন্সিলর জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক সেলিম রেজা তপন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মামুনউজ্জামান, শেখ শফিউজ্জামান, মহিতুর রহমান, মোনায়েম, তাপস রশিদ, জামাল উদ্দিন, শরিয়ত উল্লাহ, সেলিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, মাহফুজুর রহমান, জামাল উদ্দিন, শিউলি খাতুন, প্রমুখ।
প্রথম খেলা দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বনাম মানবিক। ৩০ অক্টোবর সেমিফাইনাল ও ৩১ অক্টোবর ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্টিত হবে।
এর আগে পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান সরকারি কলেজকে একটি ফুটবল প্রদান করেন।
আলমডাঙ্গা প্রতিনিধি