আজ রবিবার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন মহল্লায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা উৎসবের মন্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র হাসান কাদির গণু।
কলেজপাড়া শাপলা সংঘের মন্ডপে ৪২ তম সরস্বতী পূজা উৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যার দেবী সরস্বতীর কাছে বিদ্যা অর্জনের উদ্দেশ্য প্রার্থনার জন্য সনাতন ধর্মের শিক্ষার্থী ও হাজার হাজার ভক্ত অনুরাগীরা প্রতিবছরের এই পূজা উৎসব পালন করে থাকে।
মন্ডপ পরিদর্শনকালে ও প্রধান অতিথির বক্তব্যকালে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র জনাব হাসান কাদির গণু বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এখানে সকল ধর্মের মানুষকে সহ অবস্থান করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, পূজা উদযাপন পরিষদের আলমডাঙ্গা উপজেলা সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা বাবু মনিন্দ্র নাথ দত্ত, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলা সহ-সভাপতি শ্রী প্রশান্ত কুমার অধিকারী, সহ-সভাপতি বাবু সমীর কুমার দে, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার বুদ্ধু , হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ,দাহ কমিটির সেক্রেটারি মদন, মিন্টু অধিকারী, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা,হিন্দু কল্যাণ পরিষদের অসীম সাহা,পৌর শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মিলন দাস, পৌর শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তন্ময় সাহা।