আড়ম্বর পরিবেশে গাংনীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলামের ৭০তম জন্ম দিন পালন করা হয়েছে। গাংনী বিশিষ্টজন ও সাংস্কৃতিক ব্যক্তিরা তার এই জন্মদিন পালন করেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার সময় গাংনী হাসপাতাল বাজারের একটি বেসরকারী স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানের কার্যালয়ে আড়ম্বর পরিবেশে কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই গুনিজনের জন্মবার্ষিকী পালন করা হয়।
এসময় সিরাজুল ইসলামের পত্নি গাংনী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসরিন বানু উপস্থিত ছিলেন।
এই বিশিষ্ট গুণীজনকে কেক খাইয়ে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক ফজলুল হক সেন্টু, মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক গীতিকার জুলফিকার আলী কানন, করমদী ডিগ্রী কলেজ প্রভাষক আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টু, পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিজ উদ্দীন, আওয়ামীলীগ নেত শহিদুল ইসলাম শাহ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ও ছড়াকার ইয়াসিন রেজা,সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক কবি আবুল কাশেম অনুরাগী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও উপসহকারী কৃষি অফিসার আমজাদ হোসেন, আব্দুস সামাদ মন্টু, গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল্পনা আক্তার, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুমা হোসেন মিতা, দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন, মোছা: লিলি খাতুন, গীতিকার শহিদুল ইসলাম শাওন, কমরেড হাসেম আলী, গাংনী শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ওস্তাদ এসএম সেলিম রেজা, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মজিবুর রহমান, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সিনিয়র সাংবাদিক শাহাজুল সাজু, এমএ লিংকন, সাংবাদিক এসএম রফিকুল আলম বকুল, এমএন পাভেল, লিটন মাহমুদ, এ সিদ্দিকী শাহিন, বিশিষ্ট বাদ্য যন্ত্র সংগীত ওস্তাদ সোলাইমান হোসেন, সংগীত শিল্পী জোবায়ের সাকিব বাপ্পী, রোজিবুল ইসলাম, হোসেন আদ্রিতা ইমরোজ মেঘ প্রমুখ।