করোনায় প্রাণ গেল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ও ছাত্র উপদেষ্টা ড.সাইদুর রহমানের (৫৭)।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার সময় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ড. সাইদুর রহমান মেহেরপুর শহরের শাহজীপাড়ার মৃত হেমায়েত উদ্দিন হিমুর ছোট ছেলে। ড. সাইদুর রহমান মেহেরপুর সরকারি উচচ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তিতে কুষ্টিয়া সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। সর্বশেষ তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন।
ড. সাইদুর রহমানের লাশ ঢাকা থেকে প্রথমে শ্শুরবাড়ি ঝিনাইদহের শৈলকুপা, পরে ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে কুষ্টিয়াতে নেওয়া হবে। সবশেষে তাঁর জন্মভিটা মেহেরপুরের শাহজীপাড়ায় নেওয়া হবে। সেখানে সবশেষ জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।