মেহেরপুরের শুভরাজপুরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা পরিষদ সদস্য ইমতিয়াজ হোসেন মিরন।
শুক্রবার শুভরাজপুর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় করেন তিনি।
এ সময় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউ পি সদস্য আশরাফুল আলম, যুবলীগের সভাপতি আদম আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিশ্বাস, তাঁতী লীগের সভাপতি ইমাদুল হক, সাধারণ সম্পাদক সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী,
শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক, কে আর আর এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম, কুতুবপুর সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুল হক, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।