ছয়টি ঋতুর দেখা মেলে
সোনার বাংলাদেশে
কবিরা তাই ফিরে বাংলায়
নানান পাখির বেশে।
ঋতুর খেলা শীত বসন্তে
হরেক রকম ফুলে
নতুন নতুন ফুলের মালা
গোজে খুকি চুলে।
ঋতুর দেশে ফুটছে দেখো
চম্পা চামেলি জুঁই
ইচ্ছে জাগে সকাল বিকাল
হাতটা বাড়িয়ে ছুঁই।
ঋতুর দেশে চাঁদর গায়ে
গাঁয়ের বৃদ্ধ যুবক
হাটু জলে মাছ শিকারে
নেমেছে এক বক।