এই পতাকায় মিশে আছে
বীর সেনাদের স্মৃতি,
অস্ত্র হাতে রক্তপাতের
সফলতারগীতি।
এই পতাকার অন্তেঃ আছে
মায়ের চোখের পানি,
খোদার পানে দুহাত তোলে
কাতর কন্ঠ বাণী।
এই পতাকা প্রজন্মকে
সেই ইতিহাস বলে,
দামাল ছেলের রক্ত ভাসে
খাল ও নদীরজলে।
এই পতাকা কান্না ভুলায়
ফুটায় বিজয় হাসি,
এই পতাকা এই ইতিহাস
জানে জগত বাসী।