একুশে বইমেলায় শব্দশিল্প প্রকাশন প্রকাশ করেছে রাফিয়া আক্তার পলির নতুন বই ‘ধানি রঙের শাড়ি’। রাফিয়া আক্তার পলি মেহেরপুরের কৃতি সন্তান।
সদর উপজেলার আবির উদ্দিন ও রিজিয়া পারভিন দম্পতির কন্যা রাফিয়া আক্তার পলি ইতোমধ্যে লেখালেখিতে বেশ নাম কুড়িয়েছেন। তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি উপন্যাস, ছোটদের গল্প ও কবিতার বই প্রকাশ করেছেন বিভিন্ন প্রকাশনা থেকে।
‘ধানি রঙের শাড়ি’ মূলত একটি বিরহী রোমান্টিক ধাঁচের কাব্যগ্রন্থ।যেখানে দেশাত্মবোধের চিহ্ন পাওয়া যায় “সবিনয় নিবেদন ” এর মতো কবিতায়। মা, মাটি, প্রেমিকার চিরন্তন সত্য জাগ্রত ভালোবাসা, প্রেমিকের ছোট্ট উপহারের বিরহডালা এই কাব্যগ্রন্থ। বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার শব্দশিল্প প্রকাশনের ৩৪২,৩৪৩ নং স্টলে। এছাড়াও মেহেরপুরে দোয়েল বুক হাউসেও বইট পাওয়া যাবে।
লেখকের অন্যান্য বই গুলোর মধ্যে উপন্যাস ১. ফুরিয়ে যাওয়া আলো ২. ভালো থাক ভালোবাসা ৩. তোমার স্পর্শ । ছোটোদের গল্প ১. ভোর হয়ে এলো ২. আমের বনে ঘ্রাণে ৩. গল্পটা মহানায়কের । কাব্যগ্রন্থ ১. লাল টিপ ২. সোনালী পাড়ের নক্ষত্র (যৌথ) ৩. কবিতার উৎসব (যৌথ)। এছাড়া কলকাতা থেকে প্রকাশিত হয়েছে লতিফা কলস ( ২০১৭,২০১৮,২০১৯)।