একুশ এসেছে রক্তের দামে
বর্ণমালাকে কেনাতে,
মিছিলে, শ্লোগানে চির অম্লান
রাষ্ট্রভাষাকে চেনাতে।
একুশ এসেছে শহীদমিনারে
রঙিন ফুলের ডালিতে,
প্রভাতফেরির গানের ছন্দে
জল, মাটি আর বালিতে।
একুশ এসেছে শিমুলে, পলাশে
কৃষ্ণচূড়ার হাসিতে,
বটের তলায় রাখাল ছেলের
মধুর সুরের বাঁশিতে।
একুশ এসেছে বাংলামাতাকে
ভালোবেসে তাঁর চরণে,
জব্বার, শফিউর, বরকত
সালাম, রফিক স্মরণে।