এক্স বা টুইটার অ্যাকাউন্ট খোলার সময় অনেকে মনমতো ইউজার নেম পাই না। তবে এখন ব্যবহারকারীরা চাইলেই নিজেদের ইউজার নেম পরিবর্তন করতে পারবে। এক্সের নতুন আপডেটের মাধ্যমে এ পরিবর্তন করা যাবে।
যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা জানেন, এক্সের ইউজার নেম ও প্রোফাইল নাম বিষয়টি এক নয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করা যায়। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়ে থাকে। একই সঙ্গে পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।
অন্যদিকে এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজার নেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য একক ও ভিন্ন থাকবে।
যে পদ্ধতিতে ওয়েব ব্রাউজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজার নেম পরিবর্তন করা যাবে –
ওয়েব ব্রাউজার বা কম্পিউটার থেকে এক্সের ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে
১. প্রথমে এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ২. বাঁপাশের মেনু থেকে ‘মোর’ অপশন যেতে হবে। ৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন। ৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করে ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন। ৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন । ৬. তারপর ‘ইউজার নেম’ নির্বাচন করুন। ৭. ইউজার নেম এর নিচে নতুন ইউজার নেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
তবে আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজার নেম পরিবর্তনের প্রক্রিয়া একই। এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে –
১. এক্স অ্যাপ চালু করুন এরপর প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন। ২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন। ৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন। ৪. এখন ‘ইউজার নেম’ অপশন যেতে হবে। ৫. নতুন ইউজার নেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন। ৬. আপনার নতুন ইউজার নেম টাইপ করুন। তারপর ‘ডান’ অপশনটি নির্বাচন করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।
সূত্র: কালবেলা