সর্বাত্মক লকডাউনের আগের দিন মঙ্গলবার ব্যাংক লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে। এছাড়া ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।
লকডাউনে ব্যাংক বন্ধ থাকবে। তাই লকডাউনের আগের দিন ব্যাংকে গ্রাহকদের চাপ সামলাতে সোমবার রাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
তার সঙ্গে মিল রেখে ১৪ থেকে ২১ এপ্রিল বাংলাদেশের সমস্ত তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে চালু থাকবে এটিএম এবং ইন্টারনেটের এর মাধ্যমে লেনদেন।