বিজ্ঞাপনের কার্যকারীতা কমানোর জন্য ইউটিউব নতুন একটি পরীক্ষা চালাচ্ছে। এডব্লক থাকলে ইউটিউব এখন তা বন্ধ করতে বলবে অথবা তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে বলবে।
রেডিটে ব্যবহারকারীরা ইতোমধ্যে বেশকিছু স্ক্রিনশট দিয়েছে। ব্লিপিং কম্পিউটার নামে একটি অ্যাকাউন্ট প্রথম এই সতর্কীকরণ দেখতে পায়। কম্পিউটারে এড ব্লকার এক্সটেনশন আছে ওই কম্পিউটারে। সতর্কীকরণ নোটে বলা হয়েছে, ‘তিনটি ভিডিওর পর ভিডিও প্লেয়ার বন্ধ হয়ে যাবে।’ ওই নোটের নিচেই বলে হয়েছে, ‘আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। এড ব্লকারটি বন্ধ না করলে আপনার ভিডিও প্লেয়ার বন্ধ হয়ে যাবে।’
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বৈশ্বিক পর্যায়ে একটি পরীক্ষা চালাচ্ছে। মানুষ যেন এড ব্লকার ছাড়া ইউটিউব দেখে অথবা তাদের প্রিমিয়াম প্ল্যান খরিদ করে।