প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমার দুনিয়ায় এক নামেই তাঁকে সকলে চেনেন। টলিপাড়া বলে তিনিই ‘ইন্ডাস্ট্রি’। সেই সিনেমার দুনিয়ার মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি পা রেখেছেন ওটিটির পর্দাতেও। সেখানেও নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে গল্প বলার একটা দারুণ মাধ্যম ওটিটি। এই মাধ্যমে এখন প্যান ইন্ডিয়া মানের গল্প উঠে আসছে। এটা সমস্ত পরিচালকের কাছেই একটা দারুণ সুযোগ। এখানে এখন আর শুধুই যৌনতা আর হিংসা দেখানো হচ্ছে না। ওটিটিতে আজকাল বড় বড় প্রোজেক্টও হচ্ছে। তবে ওটিটির জন্য বিশেষ কিছু নিয়ম জারি করা প্রয়োজন।
তিনি বলেন, ভারতে এখন বহু সিনেমা, সিরিজ, শো তৈরি হচ্ছে। শুধুই হিন্দি, বাংলা, পাঞ্জাবি, তামিল, তেলুগু বা মারাঠি নয়, সর্বভারতীয় স্তরে কাজ হচ্ছে। আমি হয়ত মুম্বাই কিংবা পঞ্জাবে বসে কাজ করছি, অথচ আমার অভিনীত সিরিজ, সিনেমা গোটা দেশ দেখতে পাচ্ছে। এমন অনেক গল্প আছে যেগুলো সিনেমায় পুরোটা, ঠিকভাবে বলা হয়ে ওঠে না। সেক্ষেত্রে ওটিটি একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। এটা এমন একটা মাধ্যম, যেটা আজ হচ্ছে, চাইলে কেউ সেটা ২০ বছর পরও দেখতে পাবেন।
বিক্রমাদিত্য মোতওয়ানের ‘জুবিলি’ ও হানসাল মেহতার ‘স্কুপ’, দুটিই তুলনামূলক ভারী বিষয়বস্তু নিয়ে তৈরি ওয়েব সিরিজ। যেখানে প্রশংসিত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়। পাশাপাশি ওয়েব সিরিজের দুটিও প্রশংসিত হয়েছে।
সূত্র: ইত্তেফাক