উইন্ডোজ ৯৫ এর অংশ হিসেবে ওয়ার্ডপ্যাড (Wordpad) এর যাত্রা শুরু। এখনও অনেকে মাইক্রোসফট অফিস ব্যবহার না করে ডক বা ওয়ার্ড প্রসেসর হিসেবে এই অ্যাপটিই ব্যবহার করে আসছে।
কিন্তু সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, ভবিষ্যতে তারা ওয়ার্ডপ্যাডে আর কোনো আপডেট আনবে না এবং নতুন সংস্করণে ওয়ার্ডপ্যাড একেবারে সরিয়ে দেওয়া হবে। সফটওয়্যার জায়ান্ট চায় তাদের ব্যবহারকারীরা যেন মাইক্রোসফট ওয়ার্ড কিনে ব্যবহার করে।
ওয়ার্ডপ্যাড সরিয়ে দেওয়ার খবরটি এলো তো এলো নোটপ্যাড আপডেটের খবরের দুদিন পরে। মাইক্রোসফট কদিন আগেই জানিয়েছে, তারা নোটপ্যাড অ্যাপে আপডেট আনছে। ২০১৮ সালে সর্বপ্রথম নোটপ্যাডে আপডেট আনা হয় এবং উইন্ডোজ ১১ সংস্করণে ট্যাব দেওয়া হয়। ওয়ার্ডপ্যাডে অবশ্য আগেও এত মনোযোগ দেওয়া হয়নি।
উইন্ডোজ ৭ এর রিবন সংস্করণে এটিতে পরিবর্তন আনা হয় আবার উইন্ডোজ ৮ এর সময় আরেকটু আপডেট করা হয়। মাইক্রোসফট ২০২৪ নাগাদ উইন্ডোজ ১২ উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে ধারণা করা হচ্ছে অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত ফিচার পাওয়া যাবে।
সূত্র: দ্য ভার্জ