মেহেরপুর জেলায় খুব দ্রুত আকারে করোনা সংকট বৃদ্ধি পাওয়ায় আগামী ১ সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিনে জনশুন্য মুজিবনগর। মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার প্রাঙ্গনে তারই বাস্তব চিত্র দেখা যায়। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে দেখা যায় নি।
তবে সকাল থেকে পুলিশ সদস্যদের তদারকি করতে দেখা গেছে। এছাড়া সেনাবাহিনির একটি টহল টিম মুজিবনগর এসেছে।
এ সময় রাস্তায় যারা অযাথা ঘোরাঘুরি করছে তাদের বাসায় অবস্থান করা ও মাস্ক পরিধানসহ সচেতনতা অভিযান চালাই।
সব মিলিয়ে কেদারগন্জ বাজারের অবস্থা স্বাভাবিক।