করোনাভাইরাস থেকে মুক্ত হলেন লতা মঙ্গেশকর। ৯২ বছরের এই গায়িকা নিউমোনিয়াকেও হারিয়ে দিয়েছেন।
রোববার বিকালে ভারতীয় সংবাদমাধ্যমকে এ খবর জানান মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।
চিকিৎসকরা জানিয়েছিলেন, তিন দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন লতা। জ্ঞানও রয়েছে তার। বিকালের মধ্যেই লতার কোভিড নেগেটিভ হওয়ার খবর মিলল।
স্বাস্থ্যমন্ত্রীর কথায়, লতা মঙ্গেশকর যে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানালেন, হাসপাতালে ভর্তি হওয়ার ১৫ দিন পর ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাকে। তিনি চোখ খুলে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। কেবল অক্সিজেন দেওয়া হচ্ছে গায়িকাকে। দুর্বলতা এবং সংক্রমণ রয়ে গেছে, তাই সময় লাগছে। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।
করোনায় আক্রান্ত হয়ে ৮ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা।