টিকা নিয়ে আর বাড়ি ফেরা হলোনা দুই সহ দরের।বুধবার ভোরে মানিক গঞ্জের ধামরাইলে পাটুরিয়া গামী বাসের ধাক্কায় প্রানপ্রদী পনি ভেযায় মটর সাইকেল আরোহী দুই ভাইয়ের। নিহত নাছির উদ্দিন জোয়ার্দ্দার (৪৫) ও তার ছোট ভাই নাফিস উদ্দিন জোয়ার্দ্দার ঝিনাইদহের শৈলকুপার উত্তর মির্জাপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। নাছির উদ্দিন দীর্ঘ ২০ বছরেরও বেশী সময় সৌদি প্রবাসী ব্যবসায়ী ও তার ছোট ভাই নাফিস উদ্দিন ভারতের দিল্লীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য এম বিএ শেষ করেন বলে জানা যায়।
সড়ক দূর্ঘটনায় নিহত নাছির ও নাফিজের ভগ্নি পতি মোশারফ হোসেন জানান, নাছির উদ্দিন ২০ বছরেরও বেশী সময় সৌদি প্রবাসী। সৌদি আরবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরতে হবে এ জন্য সে গত সোমবার ছোট ভাই নাফিসকে সাথে নিয়ে ফাইজারের টিকা নিতে মোটর সাইকেল যোগে ঢাকাতে যায়। গত মঙ্গলবার টিকা গ্রহন সম্পন্ন করে বুধবার ভোরে দুই ভাই মোটর সাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনাহন। পথের মধ্যে মানিক গঞ্জের ধামরাইলের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী নামক স্থানে পাটুরিয়া গামী একটি যাত্রবাহী বাস তাদের চাপা দিলে ঘটনা স্থলেই দুই ভায়ের মৃত্যু হয় বলে তিনি জানতে পারেন। নাছিরের ছোট ভাই নাফিস ভারতের দিল্লীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য এমবিএ শেষ করেছে বলে তিনি জানান।
৫নং কাঁচের কোলা ইউনিয়নের চেয়ারম্যান সালা উদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, বুধবার ভোরে ঢাকার ধামরাইলে সড়ক দূর্ঘটনায় তার ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামের আপন দুই ভাই নিহত হয়েছে। নিহত নাছির সৌদি প্রাবাসী ও তার ছোট ভাই নাফিস ভারত থেকে সদ্য এমবিএ শেষ করেছে।
শৈলকুপা থানারওসি (তদন্ত) মহসিন হোসেনজানান, মানিকগঞ্জ থেকে এ ধরনের কোন দূর্ঘটনার কথা তাদের কে জানানো হয়নি।