সারা বিশ্বে করোনাভাইরাস সংকটের কারণে অজস্র ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান হুমকির মুখে। চাকরি হারাচ্ছে মানুষ। অনেকের কাছেই মৌলিক চাহিদা পূরণের অর্থ নেই। অথচ এই সংকটেই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজনের মালিক জেফ বেজসের সম্পদের পরিমাণ আরও ২৪ বিলিয়ন ডলার বা ২ লাখ কোটি টাকা বেড়েছে। বিবিসি।
খবরে বলা হয়, মূলত করোনাভাইরাসের সময় অনলাইন কেনাকাটার ওয়েবসাইট অ্যামাজনের চাহিদা আরও বেড়ে গেছে। মানুষ অ্যামাজন ব্যবহার করে ঘর থেকেই পণ্য অর্ডার করতে বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করছেন।
এ কারণেই অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে হুহু করে। আর সর্বোচ্চ শেয়ারধারী জেফ বেজসের সম্পদের পরিমাণ ১৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে তিনিই এখন বিশ্বের ১ নম্বর ধনী। সূত্র-বাংলাদেশ প্রতিদিন