সাথিরা নেই সাথে
নিরবে দিনরাতে
হয়েছে করোনাতে বন্দি,
বন্ধ ইশকুল বিকেলের খেলাটা
হইচই নেই তো আনন্দ মেলাটা
দুরাশায় কাটছে অলসেমি বেলাটা
সবেমিলে করেছি সন্ধি!
আজকের শিশুরা
আগামীর যিশুরা
বসেবসে ভাবছে নিত্য,
এঁকা এঁকা বাড়িতে আর কত থাকবে
কবে যাবে পড়তে চারুকলা আঁকবে
অংকের নামতা জোরে জোরে হাঁকবে
খুশিতে ভরে যাবে চিত্ত।