মহামারী করোনা মোকাবেলায় মেহেরপুর শহরে নানামুখী উদ্যোগ গ্রহণ করছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
জীবাণুনাশক স্প্রে, জনসচেতনতায় মাইকিং, নিম্ম শ্রেণীর মানুষকে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে রয়েছেন।
রবিবার দিনব্যাপী মেহেরপুর ফায়ার সার্ভিসের পানিবাহিত গাড়ি নিয়ে শহরের প্রধান সড়কে জীবণুনাশক স্প্রে করেন।
একই সঙ্গে নিজেই মাইকে কথা বলে জনগণনকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে অবস্থান করার আহবান জানান। এসময় তিনি বলেন, মহামারি করোনা মোকাবেলায় বাড়িতে থাকার কোন বিকল্প নেই। আমি জানি নিম্ম শ্রেণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের খাদ্য সঙ্কটে পড়তে পারেন। আমরা নিম্মশ্রেণীর মানুষদের বাসায় বাসায় নিত্য প্রয়োজনীয় খাবার গুলো পৌছে দেওয়ার ব্যবস্থা করবো। দয়া করে তবুও আপনার ঘরে থেকে সরকারি নির্দেশনা মেনে চলুন।
পরে দুপুরের দিকে শহরের নিম্ন আয়ের মানুষের মাঝে পেয়াজ, ডাল, চাল, তেল, আলু, লবন ও সাবানের প্যাকেজ তুলে দেন।
মেপ্র/এমএফআর