আসেছে বিশাল করোনা ঢেউ
থাকো হুশিয়ার।
দু- গজ দুরত্ব রেখে
চলাচল সবার।
বাড়ির বাইরে গেলে
মাক্স পরা চায় ।
ফিরে এসে সাবান দিয়ে
হাত ধোবে নিশ্চয়।
করোনা ছড়িয়ে দেয়
থুথু হাঁচি কাশি।
বেশি ঝুঁকি বয়স যাদের সত্ত্বর বা আশি।
ব্যবহারি মাস্ক গুলি
সাথে সাথে খুলে।
পোড়াও বা পুঁতে ফেলো
যেওনা গো ভুলে।
পচা বাসি পুরাতন
খানা খেতে মানা।
পুষ্টিকর সহজ পাচ্য
খেতে হবে খানা।
গরম পানি গড়গড়া
আদা সহ- চা।
গুরুপাক, ঠান্ডা খানা
ভুলেও খাবেনা।
টিকা নিতে কেন্দ্রে যান
বাড়ির সবাই মিলে।
সকলেই কষ্ট পাবেন
দুই এক জনের ভুলে।
সরকারি নির্দেশনা
মানি ভালো মতো।
প্রচার করি সবার
সাথে আশে পাশে যত ।