দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ, অনিবন্ধিত ক্লিনিক ওন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারসহ মেয়াদউত্তীর্ণ শিশুখাদ্য বিক্রিয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দামুড়হুদায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদিপ্ত কুমার সিংহী।
অভিযান সূত্রে থেকে জানা যায়, মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে সেবা ক্লিনিক ওন্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিকে ৫ হাজার টাকা, সুফিয়া ফার্মেসী এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক লালটু মিয়াকে ৫ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগে এক দোকানীকে ৫শ টাকা, এবং কার্পাসডাঙ্গা বাজারে দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছে ভুয়া হাতুড়ে ডাক্তার আজাদ আলী নামের এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু হেনা মোস্তফা জামাল শুভ, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই মসলেম উদ্দিন।
এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদিপ্ত কুমার সিংহী তিনি সাংবাদিককে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো চিহ্নিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।