কালবৈশাখী ঝড়ে মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ে উড়ে যায় একটি শ্রেণী কক্ষের ছাউনি। এছাড়াও পাশের শ্রেণী কক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানাই বিদ্যালয় কর্তৃপক্ষ।
শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান বলেন, গত শুক্রবার হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষের ছাউনি ভেঙে নিচে পড়ে যায়। একই সাথে পুরো ঘরের টিনের ছাউনিটি দুর্বল হয়ে গেছে। স্কুল খোলার আগে যদি সংস্কার না করা হয় তবে পাঠদান করা অসম্ভব হয়ে পড়বে।
ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের ছাউনি ভেঙে পড়েছে। বিষয়টি জেলা ও উপজেলা শিক্ষা অফিসকে জানানো হবে।