ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত গাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় গাড়িটির পিছন দিক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর এলাকার মানুষের চিৎকার শুনে চালক রাস্তার একপাশে গাড়িটি থামান। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়িটির চালক জসিম উদ্দিন বলেন, প্রাণ আরএফএল কোম্পানীর গাড়িটি মাগুরা থেকে প্লাস্টিক সামগ্রী নিয়ে চৌগাছা যাচ্ছিলাম। পথমধ্যে কালীগঞ্জ আসলে গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর পিছনের দরজা খুলে দেখি প্লাস্টিকের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শেখ মামুনুর রশিদ বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুনটি নিয়ন্ত্রণে আনে।
প্রাণ আরএফএল কোম্পানীর গাড়িটির কোথাও তারের লিক থাকায় আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস ধারনা করছে।