ঝিনাইদহের কালীগঞ্জে দূর্গাপূজা ২০২০ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন , কালীগঞ্জ থানা ইনচার্জ মাহফুজুর রহমান সহ কালীগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান গন । অনুষ্ঠানে অতিথি ও বক্তারা পূজার সময় স্বাস্থ্যবিধি মেনে ও আইন শৃঙ্খলার অবনতি না করে পূজা করার জন্য আহবান ও নির্দেশনা দেন।
প্রতিটি পূজা মন্ডবে নিরাপত্তা কমিটি গঠন, আলোকসজ্জা না করা ও মন্ডব সংলগ্ন এলাকায় মেলা বা দোকান না বসানোর জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়। এসময় পূজা সংক্রান্ত বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের কালীগঞ্জ উপজেলা সভাপতি তিথি রানী ভদ্র, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন পাল , কালীগঞ্জ পূজা উৎযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ দত্ত এবং অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রসান্ত কুমার খাঁ ।