করোনা ভাইরাস প্রতিরোধে কালীগঞ্জে বেড়েছে প্লাস্টিকের গ্লাস ও প্লেটের ব্যবহার, ব্যবহার শেষে যা ফেলা হচ্ছে যত্রতত্র। যে কারণে দূষিত হচ্ছে পরিবেশ।
করোনার শুরু থেকে সংক্রমণ প্রতিরোধে কালীগঞ্জ শহরসহ গ্রামাঞ্চলের মানুষ ব্যবহার শুরু করে প্লাস্টিকের গ্লাস ও প্লেট। চায়ের দোকানে প্লাস্টিকের গ্লাসে চা খেয়ে ফেলে রাখা হচ্ছে যেখানে সেখানে। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, খাবার ও চায়ের দোকানে একবার ব্যবহৃত এই পাত্রগুলো ফেলা হচ্ছে পাশের পুকুর, ডোবা, ড্রেন কিংবা রাস্তার পাশে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ।
ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা ওয়ান টাইম পাত্র ছাড়া খাচ্ছেন না। অতিরিক্ত খরচ হলেও এসব পাত্রে খাবার পরিবেশন করতে বাধ্য হচ্ছি। অনেকে ফেরি করে চা বিক্রি করছেন তারাও ওয়ান টাইম গ্লাসেই বিক্রি করছেন।
কালীগঞ্জ বাসস্ট্যান্ডের চা দোকানি রোকনুজ্জামান, রনজিত কুমার রায়, নিশিত কুমার ঘোষ, আবদুল আলিম, নুর ইসলাম বলেন করোনা শুরুর পর থেকে ওয়ান টাইম গ্লাসের ব্যবহার বেড়েছে। দোকানের সামনে গ্লাস ফেলার জন্য পাত্র দিলেও ক্রেতারা চা খেয়ে যেখানে সেখানে ছুঁড়ে ফেলছেন।