কুতুবপুর স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকার সময় নবীণ বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্টান ও অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী লেঃ কর্নেল অবঃ ডাঃ মোঃ আব্দুল ওহাব এর পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান ও প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তলনের মধ্যে দিয়ে অনুষ্টানের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুব পুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, ১ নং কাথুলী ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ মিজানুর রহমান রানা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-২ সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, গাংনী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা আঞ্জুমান আরা বানু। সঞ্চালনায় ছিলেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও কাথুলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউর রহমান।
সম্মানিত অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ। কুতুবপুর স্কুল এন্ড কলেজের অবিভাবক সদস্য ও কাথুলী ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য আবু হানিফ। সাবেক জেলাপরিষদ সদস্য অতুল ও মিরন এবং কাথুলী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় গুনিজন ও সকল কিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিস্ঠান ভবন নির্মান কাজের উন্নয়ন, শিক্ষার্থীদের উন্নত ও মানসম্মত শিকা প্রদানের জন্য ল্যাব ও নানা রকম চাওয়া পাওয়া কে সম্মতি জানিয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বলেন, এলাকার ঐতিবাহী প্রতিস্ঠান ও আমার শৈশব কৈশর ভালোলাগা ভালোবসার ইউনিয়ন এই কাথুলী ইউনিয়ন এবং এটি আমার ইউনিয়ন। আপনারা অবগত আছেন প্রতিটি প্রতিষ্ঠানেই আমাদের মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা মান উন্নয়নে আইসিটি ভবন নির্মান কাজ চলমান রয়েছে সেই ধারাবাহিকতায় আমি আগামি তে এই প্রতিষ্ঠানকে একটি কম্পিউটার ল্যাব ও আইসিটি ভবন নির্মান করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সবশেষে সভাপতি বক্তব্য শেষে প্রথম অদিবেশন শেষ করেন এবং দ্বিতীয় অধিবেশন সাংস্কুতিক অনুস্ঠানের পর্ব শুরু হয়।