কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে কুষ্টিয়া শহরতলীর লাহিনীপাড়া এলাকার খালেকের ইটভাটার পাশের রেলওয়ের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে রেলওয়ের ইজারাকৃত জলাশয়ের কচুরীপানা পরিস্কার করার সময় স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে খবর দেয়। পরবর্তীতে ইজারাদার কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।
অজ্ঞাত ব্যক্তির পরনে কালো রঙের ট্রাউজার ও টি শার্ট রয়েছে এবং জলাশয়ের পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে হত্যা করে জলাশয়ের পাড়ে কলমিলতা ও কচুরিপানা দিয়ে মরদেহ ঢেকে রেখে গেছে হত্যাকারীরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষের লাশ রেলওয়ের জলাশয় থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটির নাম পরিচয় এখনো জানা যায়নি।