কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রী (১৬) কে ধর্ষণের চেষ্টাকালে উল্লেখিত ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন শাকিল আহমেদ (২২) নামের একজনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে।
গত সোমবার রাত ১১ টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পশ্চিম পাড়ার শাহাবুদ্দিনের ছেলে শাকিল প্রেম ঘটিত সম্পর্কের সুত্র ধরে জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টাকালে মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ঠিক পেয়ে তাকে আটকে রেখে পুলিশে দেয়।
এঘটনায় স্কুল ছাত্রী নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৫, তাং ১৯-০৫-২০২০।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, আসামী শাকিল বিয়ের প্রলোভন দেখিয়ে রাতে মেয়েটির শয়ন কক্ষে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে মামলা দায়ের করেছে।