কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে পাশবিক নির্যাতনকারী নৈশ প্রহরীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। একই সাথে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করছে।
সোমবার সকাল ১০টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে উপজেলার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। ভূমিহীন সমিতি, নির্যাতিত পরিবার ও এলাকাবাসী এতে অংশ নেয়।
গত শনিবার কুমারখালীর মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হারুনর রশীদ হারুন কর্তৃক দ্বিতীয় শ্রেণির ছাত্র পাশবিক নির্যাতনের ঘটনায় কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। এই ঘটনায় আসামীকে গ্রেফতারের দাবিতে নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়ক কামাল হোসেনের নেতৃত্বে নির্যাতিত পরিবার ও এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন বের করা হয়।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ভূমিহীন সমিতি আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নির্যাতিত পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।