কুষ্টিয়ার কুমারখালীতে ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ,স্ট্রোকে প্যারালাইজড ও থালাসেমিয়া রোগীদের চিকিৎসা সেবার অনুদানের চেক ও শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সমাজসেবা কার্যালয়ের সম্মুখে চেক ও কম্বল বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব বিতরণ করা হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।দুরারোগ্য ব্যাধির জন্য অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই সরকার তাদের চিকিৎসাসেবার জন্য অর্থ সহায়তা প্রদান করে থাকে। এভাবে বর্তমান সরকার সকলের পাশে ছিলো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান তিনি।
সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলীর সার্বিক তত্বাবধানে এসময় অন্যান্য কর্মকর্তাসহ মংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১১ জনরে মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাড়ে ৫ লাখ টাকা ও ১০০ জন প্রতিবন্ধী ও ২৫ জন তৃতীয় লিঙ্গদের (হিজরা) মাঝে কম্বল বিতরণ করা হয়।