কুষ্টিয়ার কুমারখালীতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থালাসেমিয়া রোগীদের চিকিৎসা সেবার অনুদানের চেক ও শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কার্যালয়ের সম্মুখে চেক ও কম্বল বিতরণ করা হয়। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসাসেবার জন্য সরকার অর্থ সহায়তা প্রদান করে থাকে। এভাবে বর্তমান সরকার সকলের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান তিনি।
সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধায়নে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১১ জনের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাড়ে ৫ লাখ টাকা ও ১০০ জন প্রতিবন্ধী ও ২৫ জন তৃতীয় লিঙ্গদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।