কুষ্টিয়ার মিরপুরে চর দখলকে কেন্দ্র করে তৌহিদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামি ইদ্রিস সরদার (৫৫)-কে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার খন্দকার গোলাম মর্তুজা।
গ্রেফতারকৃত ইদ্রিস সরদার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।
র্যাব-১২ জানায়, গত রোববার (১০ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে জেগে উঠা চর দখলকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এসময় তৌহিদুল সরদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় সোমবার সকালে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার নম্বর ০৭।
এদিকে, এই হত্যার ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করলে রোববার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া গ্রাম থেকে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইদ্রিস সরদারকে আটক করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানিয়েছে র্যাব-১২।