টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ করদাতার সম্মান পেলেন কুষ্টিয়ার মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আকরাম হোসেন বাবু। সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতা (উৎপাদন খাতে) তৃতীয়বারের মতো তাকে এই সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
আজ রবিবার (১০ ডিসেম্বর) কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সদর দপ্তর, যশোর এ জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আকরাম হোসেন বাবুর হাতে এই সম্মাননা তুলে দেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোঃ আবদুল হাকিম।
এসময় তিনি বলেন, ‘যাঁরা রাজস্ব আদায় করেন, তাঁদের ভাবতে হবে–কীভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানো যায়, জনগণকে রাজস্ব দিতে উদ্বুদ্ধ করা যায়। সে জন্য কর্মকর্তাদের মানুষের সঙ্গে মিশতে হবে। কর ও ভ্যাট নিয়ে মানুষের মধ্যে একধরনের ভীতি আছে। এই ভীতি কাটাতে হবে।’
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন অব বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ।
প্রসঙ্গত, মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেড’র চেয়ারম্যান আকরাম হোসেন বাবু সততার সাথে ব্যবসা পরিচালনা করে তিনি নিজেকে আজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নাম্বার ওয়ান হিসেবে সারা দেশে সমাদৃত। সরকারের রাজস্ব খাতে নিয়মিত ভ্যাট দেওয়ার জন্য তিনি সেরা ভ্যাটদাতার পুরস্কারে ভূষিত হয়েছেন। এই প্রতিষ্ঠানের কারণে আশপাশের অনেক এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এখানে প্রায় হাজারেও বেশি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে।
ব্যবসায়ী এ তরুণ উদ্যোক্তা আকরাম হোসেন বাবু বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। মানবকল্যাণে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিজেকে মেলে ধরেন এবং সবসময় তাদের পাশে সাধ্যমত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন।