কুষ্টিয়া সদর উপজেলায় অসুস্থ গরু জবাই করে তা বাজারে বিক্রির অভিযোগ জুয়েল ইসলাম নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকালে উপজেলার কবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত কসাই মো: জুয়েল ইসলাম বটতৈল ইউনিয়নের মোঃ আখের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে অসুস্থ গরুটি জবাই করে সকালে মাইকিং করে বিক্রি করছিলো। বিষয়টি জানাজানি হলে প্রশাসনকে খবর দেওয়া হয়
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন বলেন, সদর উপজেলার কবুরহাট বাজারে একটি অসুস্থ গরু (এলএসডি) জবাই করে তা বাজারে মাইকিং করে বিক্রি করছিলো কসাই মো: জুয়েল ইসলাম। খবর পেয়ে দ্রুত অভিযুক্ত ব্যবসায়ীর দোকান পরিদর্শনে যাই। সেখানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মাংস নষ্ট করা হয়েছে। এ ছাড়া কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রয় না করে, সে বিষয়ে সব ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, কতিপয় কিছু মাংস ব্যবসায়ী প্রায় খাওয়ার অনুপযোগী অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রি করেন। এসব মাংস বিক্রির জন্য অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা বাসাবাড়ির ফ্রিজে রাখা হয়। সেগুলো হাটে আবার বিক্রি করা হয়। কিন্তু স্থানীয় সরকারের ইউনিটগুলোর নীরব ভূমিকার কারণে ক্রমশই বেপরোয়া হয়ে উঠছে কিছু অসাধু ব্যবসায়ী। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কিশোর কুমার কুন্ডু বলেন, মাংস ক্রয়ের সময় অবশ্যই পশুর ফিটনেস সার্টিফিকেট দেখে নিতে হবে। সন্দেহ হলে স্থানীয় প্রশাসনকে খবর দেয়ার অনুরোধ রইলো।