কুষ্টিয়ায় মিথ্যা বিজ্ঞাপন, অসত্য বক্তব্য, সভা, সেমিনার ইত্যাদি করে সাধারণ মানুষ কে আকৃষ্ট ও প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড এন্ড কসমেটিক লিঃ কে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুলিশ লাইনের সামনে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সবুজ হাসান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শহরের পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের একটি ফ্ল্যাটে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড এন্ড কসমেটিক লিঃ নামে একটি প্রতারক চক্র মিথ্যা বিজ্ঞাপন, অসত্য বক্তব্য, সভা, সেমিনার ইত্যাদি করে সাধারণ মানুষ কে আকৃষ্ট ও প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো।
এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে কোম্পানির জেনারেল ম্যানেজার তারিক উদ্দিন আহম্মেদ, জাকির হোসেন, সোহাগুর রহমান, তুহিন চৌধুরী ও আবু চাঁদকে আটক করা হয়।
পরে তারা দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ডের শাস্তি প্রদান করা হয়৷
অভিযানে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।