কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১৭৭ নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২০ শতাংশ।
তিনি আরও জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২০০ বেড রয়েছে। সেখানে করোনা ও উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২৩৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত ১৭৯ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৪৬৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে শুক্রবার সকাল (২৩ জুলাই) থেকে ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে।
লকডাউনে সপ্তাহের শুক্রবার, সোমবার ও বুধবার কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দোকান সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারী করেছে জেলা প্রশাসন।