করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনতার লক্ষ্যে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ফেষ্টুন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
কুষ্টিয়ার বিশ্বস্ত খাবার প্রতিষ্ঠান মৌবনের উদ্যোগে করোনা ভাইরাস সতর্কতা ও জনসচেতনতার জন্য এসব লিফলেট ও ফেষ্টুন বিতরন করা হয়।
বুধবার সকালে মৌবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে এসব বিতরণ কার্যক্রম শুরু হয়।
করোনা ভাইরাস সতর্কতা ও জনসচেতনতার জন্য ‘নিজে সচেতন হই, অন্যকেও সচেতনতায় উদ্বুদ্ধ করি’ লিফলেট বিতরন করা হয়।
মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত থেকে সর্তক করার জন্য প্রয়োজন জনসচেতনতা। এ রোগ থেকে বাঁচতে কি কি করা দরকার যা লিফলেট ও ফেষ্টনের মাধ্যমে আমি সচেতন করছি এবং হাঁচি-কাশির মাধ্যেমে এ ভাইরাসটি ছড়ায় এজন্য সবাইকে সচেতন অবস্থায় চলাচল করতে হবে।
শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন মোড়ে ও অটোচালক, রিক্সাচালকসহ সাধারন মানুষের হাতে লিফলেট ও ফেষ্টুন তুলে দেওয়া হয়।
এসময় সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক, সাংবাদিক এস এম জামালসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন