কুষ্টিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার, জনাব সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৌতম কুমার শীল, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মশিউর রহমান, মোঃ আব্দুল মতিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৌতম কুমার শীল জানান, কুষ্টিয়া সদর উপজেলায় চলতি খরিপ-১/২০২১-২২ অর্থবছরে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
নীতিমালা অনুসারে ১ বিঘা আউশ ধান আবাদের জন্য প্রতি কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি দেওয়া হয়।এছাড়াও তিনজন চাষীকে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরন করা হয়।