কুষ্টিয়ায় চোরায়কৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ চোর সদস্যের চারজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাতের নির্দেশনায় মামুন অর রশিদ (তদন্ত) এর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করেন।
আটকের পর তাদের স্বীকারোক্তি মূলে তাদের হেফাজতে থাকা ১টি ১০০সিসির মোটর সাইকেল ও ১৫টি মোবাইল সেট উদ্ধার করেন।
গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া মডেল থানা প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদেরকে জানান, আটকৃতরা হলো মোল্লাতেঘরিয়া এলাকার রওশন আলীর ছেলে মিলন, কুমারখালী থানার সাওতা উত্তরপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান, হররা কামারপাড়া এলাকার জয়নাল শেখের ছেলে সজিব শেখ ও চৌড়হাস এলাকার আনারুল ইসলামের ছেলে নুর ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে কুষ্টিয়া মডেল থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা দায়ের হয়। এরই ধারাবাহিকতায় তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পাই। তাদেরকে জিজ্ঞাসাবাদ মোতাবেক একটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করি। তবে ধারণা করছি আরও হয়ত থাকতে পারে, জিজ্ঞাসাবাদে যাদের নামই আসুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।