কুষ্টিয়ায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় মননশীল করতে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে কুষ্টিয়া জেলা পরিষদের পরিষদ প্রশাসক হাজী রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরমধ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ একটি প্রকল্প। আমরা চাই প্রত্যেকটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। আর এসব শিক্ষার্থীরা যাতে ঝড়ে পড়ে না যায় সেজন্য শিক্ষক মহল ও অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান তিনি।
কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল আজম, সদস্য মোঃ শরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান সহ কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান জানান, কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ১০জন অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।