কুষ্টিয়ায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী। বর্তমানে সেই নারী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল আবু সাঈদ কুষ্টিয়া পুলিশ লাইন্সে কর্মরত।
মনিকার পরিবার জানান,২ বছর আগে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার হাতি ভাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবু সাঈদের সাথে একই উপজেলার জুরাইন পুর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে মনিকা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা বিষয়েই নির্যাতনের শিকার হতেন মনিকা।
কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগে ওই নারী জানান, ২ বছর আগে তাদের বিয়ে হয়। তারা কুষ্টিয়ায় ভাড়া বাসায় থাকেন। বিয়ের পর থেকে তুচ্ছ বিষয়ে স্ত্রীকে মারধর করতেন স্বামী সাঈদ।
অভিযোগে আরও বলা হয়, যৌতুক দিতে রাজি না হওয়ায় স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করতেন সেই পুলিশ সদস্য।
গতকাল রোববার দুপুরে স্ত্রীকে প্রচণ্ড মারধর করেন তিনি। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, ‘আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়। সেসময় তার রক্তক্ষরণ হচ্ছিল। এ ছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন আছে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন সেই নারী। বিষয়টি তদন্তাধীন।’