কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের কনফারেন্স রুমে এসব চেক বিতরণ করা হয়।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন।
বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএফইউজে- সভাপতি ওমর ফারুক, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান,বিএফইউজে সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কোষাধক্ষ্য খায়রুজ্জামান কামাল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত কুষ্টিয়ার কর্মরত ১৩৭ জনকে ১০ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৭০ হাজার টাকা , ৩ জনকে ১ লাখ টাকা ও ৮ জনকে ৫০ হাজার করে সর্বমোট ২০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।