কুষ্টিয়ার মিরপুরে তিন ফার্ণিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— কাঠের দোকান মালিক জাকির, মানিক এবং রাজা।
রোববার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর জিয়া সড়ক সংলগ্ন ফার্ণিচারের তিনটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রুহুল আমিন জানান, জিয়াসড়ক সংলগ্ন ফার্ণিচারের তিনটি দোকানে সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে করে ফার্নিচারের দোকানে অনেক তৈরিকৃত আসবাবপত্র ছিল।
এতে প্রায় ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।