বিশ্বব্যাপী করোনার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ কারণে মহান স্বাধীনতা দিবসে সীমিত পরিসরে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কিছু কর্মসুচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টায় সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা শহরের মজমপুর গেটস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এসময় জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পুষ্পার্ঘ অর্পণ করেন।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারাসহ মুক্তিযুদ্ধারা উপস্থিত ছিলেন।
আলমসাধু উল্টে প্রাণ গেল ইবি শিক্ষার্থীর
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু উল্টে চাপা পড়ে শিহাব আলী (২০) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাইফুন ব্রীজ সংলগ্ন চুনিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব আলী মিরপুর উপজেলার চুনিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, রাতে শিহাব আলী বাড়ীতে যাওয়ার সময় শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু উল্টে তার নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।