কুষ্টিয়ায় “তথ্য-উপাত্ত নির্ভর শিশু কেন্দ্রীক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ”র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দিনব্যাপী সার্কিট হাউজ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় সরকার, কুষ্টিয়ার আয়োজনে, ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) বাস্তবায়নে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ কার্যক্রম দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের (এনআইএলজি) পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শক) যুগ্ম সচিব মোঃ বোরহান উদ্দিন ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালক(উপ-সচিব) মৃনাল কান্তি দে।
প্রশিক্ষণে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।