কুষ্টিয়া সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে রাসায়নিক সারের দাম বেশি নেওয়ায় দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।
বুধবার (২১জুলাই) বেলা ১১টায় উপজেলার আইলচারার বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
এসময় তিনি জানান, বেশ কিছুদিন ধরে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে আইলচারা বাজারে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। আইলচারা বাজারে সোনালী এন্টার প্রাইজে গিয়ে দেখা যায় তিনি ৮শ টাকার ইউরিয়া সার ৯৮০ টাকা দরে এবং ৭৫০ টাকার এমওপি ১১৬০ টাকা দরে বিক্রয় করছেন।
একই বাজারে মেসার্স মুন্সি ট্রেডার্সে গিয়ে দেখা যায় ইউরিয়া ৯৭০ টাকা দরে এবং এমওপি ১১৭০ টাকা দরে বিক্রয় করছেন। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উভয় প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কায়সারুজ্জামান।