কুষ্টিয়ায় তিনটি হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একে এম নাহিদুল ইসলাম।
রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, আই্ন সবার জন্য সমান। আজকের এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, সৌমেনের একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। এর সঙ্গে পুলিশের ভাবমূর্তির কোনো সম্পর্ক নেই।
এসময় সেখানে কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১টার দিকে শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে শাকিল, আসমা এবং রবিনকে গুলি করে সৌমেন। এ সময় স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা তাকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শাকিল ও রবিন মারা যান। এবং ঘটনাস্থলে মারা যান আসমা।
পরে পুলিশ ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত সৌমেনকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ। আটককৃত সৌমেন রায় খুলনা ফুলতলা থানায় কর্মরত ছিলেন। তিনি ছুটি না নিয়ে কুষ্টিয়া এসে এই হত্যাকান্ড ঘটান।