কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (৪০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুরের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসান আলী নিহত হাসান বাংলাদেশ পুলিশের ঢাকাস্ত খিলখেত থানায় কনষ্টেবল পদে চাকরি করতেন। মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার শফিউদ্দিনের ছেলে।
নিহত হাসান আলী ২৮দিনের ছুটিতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। রাস্তায় প্রচুর ভাঙ্গা কাচ পড়ে থাকায় ধারনা করা হচ্ছে,রাস্তায় চলমান কোন গাড়ি তাকে চাপা দিয়ে থাকতে পারে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাস্তা সংলগ্ন মসজিদে এশার নামায পড়া অবস্থায় মুসল্লিরা দুর্ঘটনাজনিত শব্দ শুনতে পেয়ে রাস্তায় গিয়ে আহত এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।সেখান থেকে রেফার্ড করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথিমধ্যে অবস্থা গুরুতর দেখে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম মোস্তফা জানান-ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্তপূর্বক উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।