কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে অনু্ষ্িঠত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এমপি।
এসময় তিনি হাসপাতালে আগত রোগীদের ভোগান্তি দুর করতে এবং ঠিক চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের প্রতি নির্দেশনা দেন।
সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক এমএ মোমিন, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ আশরাফুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসক ডা: নাসিমুল বারী বাপ্পী. মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডা: এএসএম মুসা কবীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এরআগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি হানিফ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসক ডা: নাসিমুল বারী বাপ্পী বলেন, এমপি মাহবুব-উল-আলম হানিফের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালে বহুল প্রত্যাশিত ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ইউনিট চালু হলো। এ ইউনিটটি চালুর ফলে হার্টের রোগীদের চিকিৎসায় অরেক উপকারে আসবে।